কচুরিপানা।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- May 13, 2021
- 1 min read

আঙ্গিনার পাশে এক কচুরিপানা ফুটে আছে তোমার নেইকো জানা মাঠের জলের 'পরে সে ভাসার তরে ফুটেছিল তার আপন ঘরে না পেয়ে জল সে ছিল দুর্বল তবু ফুটতে তাহার দেখ নেইকো মানা।। মাথার 'পরে তার মুকুট দেখ সাদা রঙের মাঝে যেন বেগুনী টিপ কেমন করে ফুল ফুটায় শেখ দেখ মাঠে ফুটেছে এক খোদার প্রদীপ উজালা করেছে সে বিরান জমিন পথিক ভুলে তাকায় আজি আনমনা।। ------ ১৩ মে ২০২১






Comments