গল্প ও অনুগল্পের আদ্যপান্ত।। ইসরাত জাহান সান্ত্বনা
- ইসরাত জাহান সান্ত্বনা

- Sep 19, 2021
- 0 min read
কেউ যদি বলে-"আমার জীবনে কোনো গল্প নেই" সেটা কিন্তু দারুন 'অনুগল্প'। অনুগল্প গুলো ভেঙ্গে পড়ে একজীবনের মৌনতা নিয়ে। কখনও ভাবি শূন্যতা আসলে কি? অনুগল্পে কিন্তু শুন্যতা থাকে। শূন্যতার বিভাজন হয় ক্রমশ; একটা আকাশ হয়। অনুগল্পে একটা হুলো বেড়াল ও বকফুলের বিশুদ্ধ শৈশব থাকে। পুতুল খেলার অনুক্ত সুখ বয়ে বেড়ায়। বরই গাছ পাহারা দেয়া কানাবুড়ি; একটা গোলাপী ফ্রক ও লাল জুতো সব থাকে - অনুগল্পে। কেউ যদি বলে-"আমি ভীষণ সুখী একজন মানুষ" সেটা কিন্তু দারুন 'গল্প'। একটা তামাম ' জীবন' শুদ্ধ সুখ ও অশুদ্ধ ভুল নিয়ে একটা নদীর মতো ছুটে চলে- গল্পের পূর্ণাঙ্গ রূপ নিয়ে। নদী ভাঙ্গে;তেজ কটাল ও মরা কটালের গল্পে। তোমাকে বুকের গহীন গোপনে লালন করে কাঁদতে শেখাটা তীব্র সুখের "গল্প"। তীব্র আশ্লেষে তোমার মাঝে সমর্পিত হওয়ার সুখ কিন্তু দারুন 'অনুগল্প"- ভীষণ রেশ থেকে যায়! অনুগল্পের সমান্তরালে জীবনের "গল্প"চলে রেললাইনের অলীক মায়ায়। গল্প ও অনুগল্প নিঃশেষে বিভাজ্য হয়-ভালবাসায়। জীবন নিঃশেষে বিভাজ্য হয় গল্পে ও অনুগল্পে।






Comments