দেশের গান।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- May 13, 2021
- 1 min read

আমি কবিতা লিখতে পারতাম যদি আমার কাব্যে বইত সুরমা নদী সেই নদীর পানি ভাই কলমে মিশিয়া গাইতো দেশের গান আমি আনমনে এই বাঁশের বাঁশিতে দিতাম মধুর টান নেচে গিয়ে তোমায় শোনাতাম এই বাংলাদেশের গান। নদীর জলে ভাসতাম দোঁহে চিরকাল নিরবধি।। মাঠে যায় কিষাণ, কিষাণী ঘরে স্বপ্নের জাল বুনে দিন কাটে তার পাখপাখালির মিলনের গান শুনে মাঠের ফসল ঘরে ওঠে যাবে খোদারে জানায় সালাম। আমি কবিতা লিখতে পারতাম যদি সবি তা লিখে দিতাম আর নদীর জলে মিলে সকলে বইতাম নিরবধি।। ------- ১৩ মে ২০২১






Comments