নিয়্যত
- মো জেহাদ উদ্দিন
- Feb 3, 2022
- 1 min read

যেমন নিয়্যত ঠিক তেমন ফল
অশুদ্ধ নিয়্যতে হয় সব বিফল।
আল্লাহ-নবীর তরে যারা করে হিজরত
আল্লাহ-নবীর তরেই তাদের হয় হিজরত
দুনিয়ার লোভে যারা করে হিজরত
কিংবা নারীকে বিয়ের তরে করে হিজরত
তাদের সে হিজরত শুধু আনে সেই ফল।।
আখেরে তা হয় সবই বিফল।
(মেশকাত শরীফ, হাদিস নং ১। বোখারি ও মুসলিম শরীফ)
Commentaires