বাদল।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Oct 2, 2021
- 0 min read
তুমি বাদল-ধারা হয়ে এসো এই শুষ্ক মরু প্রান্তরে তুমি প্রেম ভালোবাসা ঢালো সবার প্রেমহীন অন্তরে।।

তুমি ঢালো আরও প্রেম ঢালো ওগো ভালোবাসো সবারে তোমার উদার হৃদয় আকাশে দাও শীতল ছায়া সবারে তোমার যৌবন-তেজস্বী পথে যেন শত মানুষ সন্তরে।। তুমি এই ভঙ্গুর ধরায় বাজাও মিলনের শত বাঁশি আজি সকলে বলুক সকলেরে মন প্রাণে ভালোবাসি তুমি স্বর্গ রচনা কর হে বন্ধু পৃথিবীর সব প্রান্তরে।। তুমি বাদল-ধারা হয়ে এসো এই শুষ্ক মরু প্রান্তরে তুমি প্রেম ভালোবাসা ঢালো সবার প্রেমহীন অন্তরে।। (বাদলের জন্মদিনে। ২ অক্টোবর ২০২১। ঢাকা)






Comments