বিরহ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Sep 4, 2021
- 1 min read
বিরহ আমার ভালো লাগে সে যে বৃষ্টি ঝরায় আমার একাকি ফুলবাগে।। আমি হারাই যখন সুখের পাথারে পাই না খুঁজে তখন আমি আমারে জানি না কার লাগি কে জাগে।। বিরহ আমার ভালো লাগে সে যে বৃষ্টি ঝরায় আমার একাকি ফুলবাগে।। আমার অভাবে যে ভাব জাগে পাই না আমি তারে প্রাচুর্য সোহাগে নিজেরে পাই আমি বিরহে অনুরাগে।। বিরহ আমার ভালো লাগে সে যে বৃষ্টি ঝরায় আমার একাকি ফুলবাগে।।
(ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২১)






Comments