সুখের তরী।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Sep 25, 2021
- 0 min read
আমি আল্লাহর নাম লয়ে রে ভাই উঠি সকাল বেলা
তাঁর নামেই ভাই দিন কাটে মোর কাটে সকল বেলা।।
আমি যেই তরীতে চড়ি রে ভাই আল্লাহু তাঁর নাম
আমি জানি ওগো সারা জাহান তাঁহার ই গোলাম
নায়ের মাস্তুল ধরে আছেন নবী মোহাম্মদ একেলা।।
ওগো আল্লাহুর সেই নায়ে চড়ে ধন্য হয় যে সবাই
সেই তরীতে না চড়িলে ও ভাই দুখের সীমা নাই
আমি যাত্রী ওগো সুখের তরীর সুখেই করি খেলা।।
ঢাকা, ২৫.৯.২০২১






Comments