ধন্য ধন্য।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Oct 30, 2021
- 1 min read
ধন্য ধন্য ধন্য ধন্য
ধন্য হলো পুণ্য আরব
পুতঃভূমে এলেন রাসূল
শুনি খুশির কলরব।।
এই মহাবিশ্ব নিঃস্ব দেখে
রাব্বুল আলামীন
সৃজিলেন তাঁর হাবিব সেদিন
রহমতে আলামীন।
সেই হাবিবকে ধরনীতে
পাঠালেন গো রব।।
ধন্য ধন্য ধন্য ধন্য
ধন্য হলো পুণ্য আরব।।
হাবিব হাবিব প্রিয় হাবিব
আল্লাহ তা'লার প্রিয় হাবিব
নাজিল হলেন এই ধরাতে
পার করিতে গো সর্বজীব
আজি জালিম সবে বিদায় মাগে
শুনি মজলুমের খুশি কলরব।।
ধন্য ধন্য ধন্য ধন্য
ধন্য হলো পুণ্য আরব।।
(ঢাকা। হাঁটার সময়।। ৩০ অক্টোবর ২০২১)
Comments