নামাজ ও মিরাজ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Sep 30, 2021
- 0 min read
আমার নামাজ আমার মিরাজ
আমার জায়নামাজে
ওগো আমি আমার প্রভুকে পাই
আমার সকল কাজে।
আমি যখন দাঁড়াই আমার
প্রভুর সমীপে
বেহুঁশ হয়ে যাই গো তাঁহার
নামটি জপে জপে
ভালোবাসার টানে আমি
সিজদায় যাই মজে।।
খোদার হাবিব মেরাজে যান
আরশে আজিমে
তাঁর সে খুশি বিলিয়ে দেন
সকল মুসলিমে
আল্লাহর দীদার পাই গো সবাই
দাঁড়িয়ে নামাজে।।
আমার নামাজ আমার মিরাজ
আমার জায়নামাজে।।
(ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২১)
Comments