বেড়তলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- বাঙলাকথা
- Apr 3
- 2 min read
বাঙলাকথা প্রতিবেদন (০২ এপ্রিল ২০২৫)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলায় মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতন, মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্র এবং আনোয়ার উল উলুম আদর্শ মক্তবে আজ এক অনাড়ম্বর ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার-এর প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) ফিরোজা পারভীন, সুয়াগঞ্জ টিএ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক তাসলিমা আক্তার, মাসিক বাঙলাকথা সম্পাদক ও বুরো বাংলাদেশ-এর কনসাল্ট্যান্ট রাবেয়া সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রভাষক ও ছাত্র উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষক হাফেজ নাঈমুল ইসলাম, মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফারজানা মাহমুদ, আয়কর উপদেষ্টা জসিম উদ্দিন, উত্তরা ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসির উর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মোঃ ইমরানুল হক, মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্র-এর সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের প্রমুখ। সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ জেহাদ উদ্দিন।
অনুষ্ঠানে মরমী সাধক হাসন রাজা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সঙ্গীত পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজিন শারাফি। নৃত্য পরিবেশন করে মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের শিশু শ্রেণির শিক্ষার্থী আয়েশা এবং শহীদ ক্যাপ্টেন আনেয়ার গার্লস কলেজের কেজি শ্রেণির শিক্ষার্থী আরশিয়া। জাতীয় কবির অমর সৃষ্টি ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট মাহরুশ ফাতেহ মুগ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজিন শারাফি ও মোঃ তানভীর ফুয়াদ। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন তাসলিমা আক্তার। পরে প্রধান অতিথি ও তাঁর সহধর্মিণী যুগলকণ্ঠে ‘ময়ুরকণ্ঠী রাতের নীলে’ গানটি পরিবেশন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের গ্রামীণ ঐতিহ্য, পারিবারিক ও আত্মীয়তার বন্ধন যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। আমাদের প্রত্যেকেরই গ্রামের অনেক শৈশব স্মৃতি রয়েছে। বাংলাদেশের ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলো সবাইকে আকৃষ্ট করে। গ্রামের সহজ সরল মানুষদের আন্তরিকতায় মুগ্ধ না হয়ে পারা যায় না। যারা শহরমুখী হয়েছেন, তাদের প্রত্যেককেই গ্রামের প্রতি সব সময় সুদৃষ্টি রাখার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।
পরে প্রধান অতিথি ও তাঁর সহধর্মিণী ফিরোজা পারভীন মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতন, মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্র, আনোয়ার উল উলুম আদর্শ মক্তব এবং জলতরঙ্গ পরিদর্শন করেন। তিনি প্রতিটি উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ অন্য সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।
Comments