top of page

আদর্শ সমাজ বিনির্মাণে পাঠাগারের ভূমিকা অপরিসীম।। মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্র পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান

বাঙলাকথা প্রতিবেদন (০২ এপ্রিল ২০২৫)

[ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ মাহমুদুল হোসাইন খানকে পাঠাগারের পক্ষ থেকে বই উপহার দেওয়া হচ্ছে ]  
[ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ মাহমুদুল হোসাইন খানকে পাঠাগারের পক্ষ থেকে বই উপহার দেওয়া হচ্ছে ]  

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান বলেছেন, আদর্শ সমাজ বিনির্মাণে পাঠাগারের ভূমিকা অপরিসীম। পাঠাগার হলো জ্ঞানের ভাণ্ডার। এ ভাণ্ডার থেকে জ্ঞান আহরণ করে আমরা নিজেকে সমৃদ্ধ করতে পারি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেড়তলা গ্রামে আজ ০২ এপ্রিল ২০২৫ তারিখে মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্র পরিদশর্নকালে তিনি এ সব কথা বলেন। তিনি পাঠাগার কর্তৃক পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং এ সকল কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। এ ধরনের উদ্যোগ অন্য সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি পাঠাগারের বিভিন্ন বই দেখেন এবং শিশুদের উপযোগী বইয়ের সংখ্যা আরও বাড়ানোর পরামর্শ দেন।

এ সময় তাঁর সহধর্মিণী সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার-এর প্রিন্সিপাল লাইব্রেরিয়ান উপপরিচালক) ফিরোজা পারভীন উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ জেহাদ উদ্দিন, পাঠাগারের সভাপতি মাসিক বাঙলাকথা সম্পাদক ও বুরো বাংলাদেশ-এর কনসাল্ট্যান্ট রাবেয়া সুলতানা, সুয়াগঞ্জ টিএ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক তাসলিমা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রভাষক ও ছাত্র উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষক হাফেজ নাঈমুল ইসলাম, মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফারজানা মাহমুদ, আয়কর উপদেষ্টা জসিম উদ্দিন, উত্তরা ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসির উর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মোঃ ইমরানুল হক, মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্র-এর সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের প্রমুখ। 

পরে পাঠাগার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরমী সাধক হাসন রাজা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সঙ্গীত পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজিন শারাফি। নৃত্য পরিবেশন করে মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের শিশু শ্রেণির শিক্ষার্থী আয়েশা এবং শহীদ ক্যাপ্টেন আনেয়ার গার্লস কলেজের কেজি শ্রেণির শিক্ষার্থী আরশিয়া। জাতীয় কবির অমর সৃষ্টি ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট মাহরুশ ফাতেহ মুগ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজিন শারাফি ও মোঃ তানভীর ফুয়াদ। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন তাসলিমা আক্তার। পরে প্রধান অতিথি ও তাঁর সহধর্মিণী যুগলকণ্ঠে ‘ময়ুরকণ্ঠী রাতের নীলে’ গানটি পরিবেশন করেন।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page