মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনে নতুন বছরের প্রথম দিনে নতুন বই
- বাঙলাকথা

- Jan 2
- 1 min read
নতুন বছরের প্রথম দিনে মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের হাতে সরকার প্রদত্ত নতুন বই তুলে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে ১ জানুয়ারি ২০২৬ সকালে বিদ্যানিকেতনের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।
বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফারজানা মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক নাঈম দুর্জয়, সিনিয়র সহকারী শিক্ষক আশরাফুল আলম, সহকারী শিক্ষক রাবেয়া বিনতে লাবান্না, রোকেয়া খানম, শিফা খন্দকার প্রমুখ।
শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে অত্যন্ত খুশি। তারা লেখাপড়া শিখে নজরুল চেতনায় সুন্দর বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করে।


















Comments