top of page

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল স্মরণোৎসব



ree

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের আয়োজনে 'নজরুল স্মরণোৎসব' এ। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডঃ সি আর আবরার,

ree

বিশেষ অতিথি ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সাবেক কম্প্রোট্রলার এন্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান। মুখ‍্য আলোচনায় ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক, আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের কো-চেয়ার নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি সদস্য মো. জেহাদ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববরেণ্য নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা।

উক্ত অনুষ্ঠানে "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত" বইটি প্রকাশিত হয়।


অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, সার্বিক তত্ত্বাবধান করেন ও উক্ত বইটি সংকলন করেন আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের মহাসচিব, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান শেলী।


অনুষ্ঠান ব‍্যবস্থাপনায় ছিলেন নজরুল সংগীত পরিষদের সাধারণ সম্পাদক শহীদ কবীর পলাশ। সংগীত পরিবেশন করেন বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, রওশন আরা সোমা, রুমী আজনবী, ফেরদৌস পারভীন খান, বদরুন্নেসা ডালিয়া, শিরিন আক্তার চন্দনা, নন্দিতা মন্ডল, মাহবুবা রহমানসহ অনেক প্রতিশ্রুতিশীল শিল্লীবৃন্দ।


নুরুর রহমান পলাশ ও অনিক বসুর নেতৃত্বে বুলবুল ললিতাকলা একাডেমির সংগীত ও নৃত্য দল দলীয় পারফর্মেন্স , সুর সপ্তক দলীয় সংগীত, কবিরুল ইসলাম রতনের নেতৃত্বে নৃতালোক বিদ্রোহী কবিতার নৃত্য পরিবেশন করে।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page