শেষ বিচারের সওয়াল থেকে।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Nov 5, 2021
- 1 min read
একদিন মঞ্চখানি থাকবে পড়ে মঞ্চনাটক হইবে না
সেদিন শূন্য ধরা রইবে পড়ে মানুষ সেদিন রইবে না।
ও ভাই! পৃথিবী এক পান্থশালা আপন তারে ভাবে যে
সে ই সে মিথ্যা মোহে হেথায় অলীক দিবা স্বপ্নে মজে
আসল সত্য বিশ্ব সভায় আল্লাহ ছাড়া সব ফানা।
একদিন মঞ্চখানি থাকবে পড়ে মঞ্চনাটক হইবে না...
ডাকবে যখন মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামীন
যেতে হবে তার কাছে ভাই সাঙ্গ হবে রাত্রি দিন
শেষ বিচারের সওয়াল থেকে কেউ তো রেহাই পাইবে না
একদিন মঞ্চখানি থাকবে পড়ে মঞ্চনাটক হইবে না.....
ঢাকা। ০৫ নভেম্বর। একটি বিয়ের অনুষ্ঠানে।
Comments