শাহজালালের জায়নামাজ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Sep 4, 2021
- 1 min read
আমার বড়ই ইচ্ছে করে সুরমা পাড়ি দিতে আজ
ইচ্ছে করে চড়তে বাবা শাহজালালের জায়নামাজ।।
আদমসুরত মুছে গেছে সুরাইয়া যে গেল কয়
আকাশজুড়ে কৃষ্ণ দেয়া মাথার উপর জল অথৈ
দেশ-মহাদেশ সবই গেল, নাই যে আমার সেই সমাজ।।
আমার বড়ই ইচ্ছে করে সুরমা পাড়ি দিতে আজ
ইচ্ছে করে চড়তে বাবা শাহজালালের জায়নামাজ।।
নাই যে আমার খেয়াতরী কেমন করে হব পাড়
নিজের দোষে কপাল আমার কেমন হল ছারখার
ঈমানহারা পথিক আমি কোথায় রাখি এমন লাজ।।
আমার বড়ই ইচ্ছে করে সুরমা পাড়ি দিতে আজ
ইচ্ছে করে চড়তে বাবা শাহজালালের জায়নামাজ।।
(ঢাকা, ০৪ সেপ্টেম্বর ২০২১)





Comments