হামদ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Nov 19, 2021
- 1 min read
সর্বলোকের মালিক তুমি
আল্লাহ মেহেরবান
আমরা তোমার দয়ায় বাঁচি
হে রহিম ও রহমান।
রুহের জগত থেকে তুমি
দিলে দুনিয়ায়
সুখে দুখে আমরা হেথায়
তোমারি গান গাই।
দুহাত তুলে বলি সদা
তুমি যে মহান।।
সর্বলোকের মালিক তুমি
আল্লাহ মেহেরবান।।
তুমি মোদের রক্ষা কর
তুমি দাও আশ্রয়
আমরা তোমার গোলাম সবাই
তোমায় করি ভয়
তোমার পথে চলি আমরা
তোমার কথা কই।
সর্বলোকের মালিক তুমি
আল্লাহ মেহেরবান।।
ঢাকা, ১৯ নভেম্বর ২০২১





Comments