top of page

পাঠ-প্রতিক্রিয়া।। আমার আব্বা আমার স্মৃতি

নাইম ইসলাম

ree

অমর একুশে বইমেলা ২০২২ এ শ্রদ্ধেয় জেহাদ ভাই বইটি আমাকে গিফট করেন। একদিন অবসরে পুরো বইটি পড়েছি। অসাধারণ লেগেছে। সময়ের অভাবে বইটি নিয়ে কিছু লিখতে পারছিলাম না। একজন পিতার প্রতি তার পুত্রের স্মৃতিই শুধু এতে বর্ণিত হয়নি। সেজন্য বইটির কলেবর অনেক বড়। বরং সকল পুত্রের প্রতি পিতার দায়িত্ব আবার সকল পিতার প্রতি পুত্রের কর্তব্য এতে বর্ণিত হয়েছে।

একজন কৃষক পিতা তার সন্তানকে ৪০কিমি যাতায়াত করে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পাঠিয়েছিলেন, সন্তানটি বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই তাকে বেড়তলা, সরাইল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। কি ছিল এর গোপন মাহাত্ম্য।আল্লাহর অনুগত এই পিতা তাবলীগের মাধ্যমে,গ্রামে কোরআন শিক্ষার আসর চালু করে যেমন সবার মধ্যে ইসলামের আলো বিকাশের চেষ্টা করেছেন তেমনি গ্রামের একমাত্র মুচি সম্প্রদায়ের পরিবারটিকে বাজারে বসবাসের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, নিজের পরিবারের সাথে মেলামেশার সুযোগ দিয়ে সমাজে তুলে ধরেছেন। অসম্প্রদায়িক পিতার এই পুত্রও ঢাকা রেসিডেনসিয়াল কলেজে পড়ার সময় মুচি বন্ধুকে কলেজ প্রাঙ্গণে জুতা সেলাই করার জন্য নিজে ব্যবস্থা নিয়েছিলেন। অথচ আমাদের মা বাবারা একটু গরীব কিংবা কম মেধাবী বন্ধুদের সাথে সন্তানদের মিশতে দিতে কুণ্ঠাবোধ করেন। বইটা পড়ে সময়ের অভাবে প্রতিক্রিয়া জানাতে পারছিলাম না বলে নিজের কাছে দংশিত হচ্ছিলাম।

আমি নিশ্চিত বইটি পড়ে সবার কাছেই ভালো লাগবে।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page