অভিনন্দন আপনাকে।। কাজী শাহজাহান
- বাঙলাকথা

- Oct 8, 2021
- 1 min read
অভিনন্দন আপনাকে
আমাকে ক্লেদজ থেকে কুসুমে
প্রাণি থেকে মানবে
ভয় থেকে অভয়ে
অযাচিত থেকে যাচিত
অনাকাঙ্ক্ষিত থেকে কাঙ্ক্ষিত
আঁধার থেকে আলোর পথের যাত্রী
করে হাতে দিয়েছেন প্রজ্বলিত মানব শিখা!!
আমাতে নেই আমি , বিলীন শতধায়
স্থিত নির্বোধ অবয়বে, জলধির প্লবতায়
নশ্বর এ জীবন গাবের জাড়ণে জাড়িত
গুরুর চরণে ঠাঁয় নাই বেওয়ারিশ ভক্তের!!
চার দিক চার পাশ গুরু ধ্যান
আপনজনের বাজারে বিক্রি হয়
বিশ্বাসের চাদরে মোড়া ভক্তি
আমার প্রেম ভক্তি শ্রদ্ধা নিবেদন গুরু সেবায়!
কী এমন শাপ মোচন করে
পরম প্রণয় উদাস করে
ভোরের শিশির বিন্দুর মতো মহাশক্তির
আকর্ষণ আর অনুধ্যানে এ দেহ-মন ব্রত!!





Comments