আহ্বান।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Jan 20, 2022
- 1 min read
যারা লিখতে পার লিখ
যারা বলতে পার বল
ঢের হয়েছে এখন তবে
সোজা পথে চল।।
দেখ যায় বয়ে যায় বেলা
আর করবে কত হেলা
ভুল পথে হায় জীবন তোমার
হল যে বিকল !
তুমি সত্য লিখ সত্য বল
সত্য কর কাজ
তুমি যদি না গড় ভাই
গড়বে কে সমাজ!
কর তুমি লেখালেখি কর তুমি কাজ
কিংবা তুমি বলতে থাক
গড়তে সুখী সমাজ,
নইলে তোমার গোটা জীবন
হবে যে বিফল!
ঢাকা, ১৯ জানুয়ারি ২০২২





Comments