এই শ্যাওলা-জমা ঘাট।। ইসরাত জাহান সান্ত্বনা
- ইসরাত জাহান সান্ত্বনা

- Oct 6, 2021
- 1 min read
মাঝে মাঝে বড্ড দিক ভুল হয় আমার-
কখনো ভুলে যাই চান্দ্র মাসের হিসেব;
কিন্তু কখনও ভুলে যাই না
কোনো এক অচিন শ্যাওলা জমা পুকুরে
নিজেকে চুপ করে দেখে নিতে।
আমি দিব্যি দিয়ে বলছি
আমি আমাকেই বলছি-
এই শ্যাওলা-জমা ঘাট আমার নিজের ছিল না।
একটা তামাম শান্ত পুকুর
রোদ ও ছায়ার লুকোচুরি
কখনো বা নীল আকাশের ডুব-সাঁতার;
জলের দর্পণে পুরোনো বটবৃক্ষের ঘুম;
কিছু কচুরিপানা- কতটা গল্প!
সইয়ের গল্প; নতুন বৌয়ের আলতা পায়ের সোহাগ;
হাঁটের গল্প-বাটের গল্প- পানের ডিব্বা;
ভাঙ্গা লাল রেশমি চুড়ি-একটি দীর্ঘশ্বাস
বালিকার ডুব-সাঁতারে চুলের বেনি ভিজে।
বদ্ধ পানা পুকুর নয়;
বালিকার অন্দরমহলের ভেতর-বাহির ছুঁয়ে থাকে;
অনাদিকালের রূপকথায়।
আমি দিব্যি দিয়ে বলছি
আমি আমাকেই বলছি-
এই শ্যাওলা-জমা ঘাট আমার নিজের
কখনোই ছিল না।
তবুও আকুল জ্যোৎস্নার রাতে
আমি পুকুরের ঘাটে পা ডুবিয়ে বসি।
তার আসার কথা ছিল- আসেনি।
মন ভাঙ্গে- ঘাট ভাঙ্গেনা।
বাউল বাতাসে কাঁদতে বড় সুখ।
তামাম জীবনে ঘাটের শ্যাওলা পড়ে
টলটলে জলের মন-সকাতরে কাঁদে।
অচিন শ্যাওলা জমা পুকুরের ঘাট
বসত করে বুকের ভেতর - নহন্যতে।
কবি ইসরাত জাহান সান্ত্বনা, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ।





Comments