top of page

এই শ্যাওলা-জমা ঘাট।। ইসরাত জাহান সান্ত্বনা

মাঝে মাঝে বড্ড দিক ভুল হয় আমার-

কখনো ভুলে যাই চান্দ্র মাসের হিসেব;

কিন্তু কখনও ভুলে যাই না

কোনো এক অচিন শ্যাওলা জমা পুকুরে

নিজেকে চুপ করে দেখে নিতে।

আমি দিব্যি দিয়ে বলছি

আমি আমাকেই বলছি-

এই শ্যাওলা-জমা ঘাট আমার নিজের ছিল না।

একটা তামাম শান্ত পুকুর

রোদ ও ছায়ার লুকোচুরি

কখনো বা নীল আকাশের ডুব-সাঁতার;

জলের দর্পণে পুরোনো বটবৃক্ষের ঘুম;

কিছু কচুরিপানা- কতটা গল্প!

সইয়ের গল্প; নতুন বৌয়ের আলতা পায়ের সোহাগ;

হাঁটের গল্প-বাটের গল্প- পানের ডিব্বা;

ভাঙ্গা লাল রেশমি চুড়ি-একটি দীর্ঘশ্বাস

বালিকার ডুব-সাঁতারে চুলের বেনি ভিজে।

বদ্ধ পানা পুকুর নয়;

বালিকার অন্দরমহলের ভেতর-বাহির ছুঁয়ে থাকে;

অনাদিকালের রূপকথায়।


আমি দিব্যি দিয়ে বলছি

আমি আমাকেই বলছি-

এই শ্যাওলা-জমা ঘাট আমার নিজের

কখনোই ছিল না।

তবুও আকুল জ্যোৎস্নার রাতে

আমি পুকুরের ঘাটে পা ডুবিয়ে বসি।

তার আসার কথা ছিল- আসেনি।

মন ভাঙ্গে- ঘাট ভাঙ্গেনা।

বাউল বাতাসে কাঁদতে বড় সুখ।

তামাম জীবনে ঘাটের শ্যাওলা পড়ে

টলটলে জলের মন-সকাতরে কাঁদে।

অচিন শ্যাওলা জমা পুকুরের ঘাট

বসত করে বুকের ভেতর - নহন্যতে।


কবি ইসরাত জাহান সান্ত্বনা, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ।

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page