একাত্তরে ---এলাহি তালুকদার
- বাঙলাকথা

- Dec 11, 2021
- 1 min read
একাত্তরে এই দেশ
ভিজে ছিল রক্তে
আগুনটা লেগেছিল
শোষকের তখ্তে।
রক্তের হোলি খেলা
ন'টি মাস চলল
বাংলার লাখো ছেলে
এক সাথে জ্বলল।
স্বাধীনতা এলো পরে
স্বাধীন হলো দেশ
সব হারিয়ে পেলাম শেষে
সোনার বাংলাদেশ।





Comments