top of page

কেউ একজন বলেছিল।।‌‌ ইসরাত জাহান সান্ত্বনা

কেউ একজন বলেছিলো

" যদি একদম একা হয়ে যাও

তবে নিজেকে চিনতে পারবে।"

তখন বুঝিনি

হয়তোবা বোঝার দায়ও ছিল না।

নিজেকে কেই বা কবে খুঁজে!


সম্পর্কের ঘন কুয়াশারা যখন কৌমার্য হারায়;

একচিলতে রোদ এসে উঠোনে আছড়ে পড়ে।

নাটাই থেকে সুতা কেটে

সখের ঘুড়ি উড়ে যায়-

ভীষণ আপন!

একটা আকাশ দিয়ে দেই তাকে অবলীলায়।

ভালবাসায় যদি বাঁধতে না পারি

দায় ও দ্বিধা আমাকে

একটু একটু করে খুন করবে।


সকাতরে ছুঁয়ে দেই বৃষ্টিভেজা ঘাসফুল

অরণ্যের নৈঃশব্দ্যের সুর

রূপার নুপুর;

ধুলিমাখা ঝড়ের বাতাসের হাহাকার।


সোডিয়ামের নিয়ন আলো

আকুল জ্যোৎস্নায় কি বিবর্ণ লাগে!

বাউলেরা ঠিকই বোঝে

জীবন রঙ্গের খেলা।

জীবন একটা প্রতিধ্বনি।


এখন নিজেকে চিনি;

ক্ষয়ে যাওয়া পাথরেও জলের দাগ থাকে।

সপ্তর্ষী থেকে ধ্রুবতারার অলিগলি চিনি।

নিজেকে চিনতে গিয়ে

আরশিতে দেখি তোমার মুখ !

বিশ্ব ভ্রমান্ডে কোথায় ও কেউ নেই;

কোন ভুলের অবিন্যস্ত সুখে

তুমি আমারই প্রতিবিম্ব !!


কানামাছি খেলা সাঙ্গ হলে-

নিজেকে খোঁজা শেষ হলে

থাকে শুধু নীল চিরকুট;

ছাপোষা ভরদুপুরে কি অবলীলায়

তুমি তিন প্রহরের গল্প বলো!!

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page