কেউ একজন বলেছিল।। ইসরাত জাহান সান্ত্বনা
- ইসরাত জাহান সান্ত্বনা

- Nov 27, 2021
- 1 min read
কেউ একজন বলেছিলো
" যদি একদম একা হয়ে যাও
তবে নিজেকে চিনতে পারবে।"
তখন বুঝিনি
হয়তোবা বোঝার দায়ও ছিল না।
নিজেকে কেই বা কবে খুঁজে!
সম্পর্কের ঘন কুয়াশারা যখন কৌমার্য হারায়;
একচিলতে রোদ এসে উঠোনে আছড়ে পড়ে।
নাটাই থেকে সুতা কেটে
সখের ঘুড়ি উড়ে যায়-
ভীষণ আপন!
একটা আকাশ দিয়ে দেই তাকে অবলীলায়।
ভালবাসায় যদি বাঁধতে না পারি
দায় ও দ্বিধা আমাকে
একটু একটু করে খুন করবে।
সকাতরে ছুঁয়ে দেই বৃষ্টিভেজা ঘাসফুল
অরণ্যের নৈঃশব্দ্যের সুর
রূপার নুপুর;
ধুলিমাখা ঝড়ের বাতাসের হাহাকার।
সোডিয়ামের নিয়ন আলো
আকুল জ্যোৎস্নায় কি বিবর্ণ লাগে!
বাউলেরা ঠিকই বোঝে
জীবন রঙ্গের খেলা।
জীবন একটা প্রতিধ্বনি।
এখন নিজেকে চিনি;
ক্ষয়ে যাওয়া পাথরেও জলের দাগ থাকে।
সপ্তর্ষী থেকে ধ্রুবতারার অলিগলি চিনি।
নিজেকে চিনতে গিয়ে
আরশিতে দেখি তোমার মুখ !
বিশ্ব ভ্রমান্ডে কোথায় ও কেউ নেই;
কোন ভুলের অবিন্যস্ত সুখে
তুমি আমারই প্রতিবিম্ব !!
কানামাছি খেলা সাঙ্গ হলে-
নিজেকে খোঁজা শেষ হলে
থাকে শুধু নীল চিরকুট;
ছাপোষা ভরদুপুরে কি অবলীলায়
তুমি তিন প্রহরের গল্প বলো!!





Comments