top of page

কুপুরুষ - নৃত্য !

আকাশের ওই নীল বিছানা ভীষণ কালো , ভবঘুরেটা দেখছে খুঁজে , কোথায় তার জ্বলছে আলো ……… কণ্ঠ করে কণ্ঠ বদল, ভিতরে নেই গানের সুর , দু’পাশে দুই হস্ত নিয়ে,চেপে আছে বিষের ক্ষুর , গলনালিটা গিলছে শুধু ,দুদণ্ড পুঁজের ঢোক , হিসাব খাতা বন্ধ করে , অন্ধ করে , আমার এই পাপ-স্রোতের বিচার হোক । দংশনেতে বিবেক মরে বাস্তু ভিটায় , ফসলগুলো রূপান্তরের বস্তা চিটায় ! কফিনেতে মৃত্যুদেহে স্বপ্ন খোঁজা , লাশবাহীদের পায়ে কাঁপন চক্ষুবোজা ! অভিশপ্ত পীঠের পরে ভাঙছে হাড়, ভ্রষ্টকিছু পুরুষ লোক , পায়ের উপর পা তোলা ওই, আমার যুগল কালো পায়ের বিচার হোক ! ফণী মনসা ! এই হলো তোর ফণীর দশা ! কাপড় বাবু , বীর বাহাদুর , কাপড় খসা ! কাঁপন গায়ে, মা লক্ষ্মী বনের পাশে , স্তন্যপায়ীর দেহ ঢুকে সর্পবাসে ! চোখের ধারায় বইছে কেবল ঘৃণ্য লোকের মৃত্যু শোক , চক্ষু দ্যাখে চক্ষু বোজা দিন কানাদের , আমার এই দুই চক্ষুর বিচার হোক ! জীবন খাতায় জীবন ভর, সহ্য টানা, আলয় আলয় , সঙের বাড়ির, অন্ধ কানা , মাথার ভিতর কুরুপতির সূত্র যোগ . বৃথায় গেল রক্ত- জাতক মৃত্যু ভোগ , শ্বেতপাথরের বিশ্বাসীরা , বলছে ফিরে , অন্ধগলির তাম্রলিপির হস্তরেখা , আমার এই হস্তকালোর বিচার হোক । তোমার ঐ লাল চাহনির, মর্ম জানি , আমাকে তুমি পিষতে চাও, শস্যঘানি , পাঁচ তারকার লাল বিছানা, মজায় মজা , শু’লে পরে লম্ফে জাগে, পুরুষধ্বজা ! নম্র - জাতির মুখের ফুটো বেচো কেনো , দু’চোখ দিয়ে দুইটা শুধু ছিদ্র চেনো ? পাণ্ড ‍ু মুখে শরীর ভরা পচন রোগ , নিয়তির ওই ভাজে ভাজে লুকিয়ে থাকে , রুদ্র রোঁখ, বলছে হেঁকে , উগ্রখেকো পুরুষ গুলোর লৌহদণ্ড , কালো খণ্ড , ধ্বজাবাজির দু’পায় দলে বিচার হোক ! নগ্নপুরুষ, ফোঁফল বাজির বিচার হোক ! কু-পুরুষদের মদনবাজির বিচার হোক । ৭ ডিসেম্বর , মঙ্গলবার ,২০২১ চিত্রার পাড় থেকে ।

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page