কর্ডোভা।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Sep 6, 2021
- 1 min read
ইউরোপজুড়ে জাগে রবি নামটি তাহার কর্ডোভা মারহাবা মারহাবা গগনতলে আঁধার নামে আলো জোগায় কর্ডোভা মারহাবা মারহাবা মুসা দেখে ঊষার স্বপন দেখে স্বপন খানে কাবা মারহাবা মারহাবা তারেক আসে বার্তা নিয়ে দ্বার খোলে দেয় কর্ডোভা মারহাবা মারহাবা ঢেউয়ের তালে সালাম জানায় সেই গ্রানাডা মালাগা মারহাবা মারহাবা। মজলুমেরা প্রাণ ফিরে পায়, যায় গুটিয়ে দুষ্ট থাবা মারহাবা মারহাবা। নারী পেল আশার আলো ফিরে পেল আবার সাবা মারহাবা মারহাবা। জ্বলল আলো দিকে দিকে নূতন করে জাগে কাবা মারহাবা মারহাবা। দলে দলে আসে মানুষ জাগে নবীন কর্ডোভা মারহাবা মারহাবা। সভ্য হতে আসে সবাই বাড়ে সবার মর্তবা মারহাবা মারহাবা এ যে প্রাণের কর্ডোভা, আলোর মশাল কর্ডোভা। কর্ডোভা কর্ডোভা। (চলার পথে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২১)





Comments