করোনার মধ্যে সহকর্মীকে চুমু খাওয়ায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
- বাঙলাকথা

- Jun 27, 2021
- 1 min read

করোনার মধ্যে সহকর্মীকে চুমু খাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে ২৬ জুন ২০২১ শনিবার পদত্যাগ করলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। অভিযোগ উঠেছে এর মাধ্যমে তিনি করোনার সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারী বিধি লঙ্ঘন করেছেন। অবশ্য সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছিলেন তিনি। কিন্তু তাতেও সমালোচকদের মুখ বন্ধ হয়নি। ফলে স্বাস্থ্যমন্ত্রীর পদ ছাড়তে তিনি বাধ্য হন। (খবর রয়টার, বিবিসি, এএফপি)
উল্লেখ্য যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রকোপ আবারও বাড়ছে। দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ হাজারের কোটায় নেমে এসে আবারও তা বেড়ে ১৫ হাজার ছাড়িয়ে গেছে। এই যখন পরিস্থিতি তখন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের চুমু খাওয়ার ছবি প্রকাশ পায়। আর এতে বিপাকে পড়েন তিনি।






Comments