top of page

খিলখিল কাজীর জন্মদিনে শুভেচ্ছা


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য, নজরুল গবেষক, সংগঠক ও কণ্ঠশিল্পী খিলখিল কাজীর আজ (৫ জুলাই) জন্মদিন। তার পিতা বিশিষ্ট আবৃত্তিশিল্পী কাজী সব্যসাচী এবং মা উমা কাজী। নজরুল চর্চায় বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে সরকার খিলখিল কাজীকে নজরুল পদকে ভূষিত করে।

গুণী এই মানুষের জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সংগঠনসমূহের মধ্যে রয়েছে-প্রসঙ্গ নজরুল সঙ্গীত (প্রনস), বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ, নজরুল স্টাডি সেন্টার প্রভৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যেে রয়েছেন ইয়াকুব আলী খান, সালাহউদ্দিন আহমেদ, নাসিম আহমেদ, রফিক সুলায়মান, বিপাশা গুহঠাকুরতা, খোরশেদ আলম পাটোয়ারী, গিয়াসউদ্দীন দালাল, মহুয়া বাবর, আল মেরাজ, রেজা মতিন, মনিরুল মণি প্রমুখ।

এক শুভেচ্ছা বার্তায় নজরুল স্টাডি সেন্টার ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতাা বিশিষ্ট নজরুল গবেষক মোঃ জেহাদ উদ্দিন বলেন, কাজী নজরুল ইসলামের চেতনাকে দেশে ও বিদেশে ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন খিলখিল কাজী। তিনি খিলখিল কাজীর সুদীর্ঘ জীবন ও উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।


Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page