গরু মেরে জুতাদান।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Nov 18, 2021
- 1 min read
তোমরা যা এখন ছবিতে দেখ আমরা দেখেছি বাস্তবে
আমরা ছিলাম গোলাভরা ধানে তোমরা বিত্ত বৈভবে।
তোমরা ছবিতে গ্রাম দেখে বল আহা কী সুন্দর আমার দেশ;
আমরা সে গাঁয়ে লুটোপুটি খেয়ে কাটিয়েছি মোদের জীবন বেশ।
তোমরা ছবিতে কিষাণ দেখে তাকে ফ্রেমবন্দী কর বৈঠক ঘরে;
তোমরা দেখ না চোখে কিষাণেরে তারে আন না টেনে হৃদ মন্দিরে।
তোমরা কত টাকা দিয়ে কিন বংশীবাদক কোনো রাখালের ছবি;
কিন্তু জান না আমি সেই রাখাল মাঠের কিশোর সবুজ মাঠের রবি।
তোমরা যে গরুর গাড়ি দেখ বইয়ে আমরা যে তার গাড়োয়ান ছিলাম;
তোমাদের কলের গাড়ি যবে এল আমরা সে পথে ইস্তফা দিলাম।
তোমরা যখন গ্রাম ফেলে এসে পয়সার জোরে বানাও রিসোর্ট;
আমরা তখনও ফলাই বাদাম তোমরা যে খাও ভিনদেশি আখরোট।
তোমাদের আছে প্রমোদ তরী আমাদের ছিল পালতোলা নাও;
তোমরা যখন ডিস্কো বাজাও আমরা গেয়েছি ভাটিয়ালি গান মাঝি বাইয়া যাও...
আহা কী ছিল সেই দিনগুলো মোদের! ছিল অক্ষত প্রকৃতির দান
তোমরা সে সব ধ্বংস করে এখন গরু মেরে কর জুতা দান!
ছবির প্রতি দরদ তোমাদের, আহা কত দাম দিয়ে কিন তা
অথচ ছবির নায়কেরা আজ নাস্তানাবুদ চিঁড়েচ্যাপ্টা ভর্তা।
(ঢাকা। ১৮ নভেম্বর ২০২১)
Comments