top of page

গল্পগুলো আমাদের।। ইসরাত জাহান সান্ত্বনা

সেই গল্পটা সমুদ্র; আকাশ আর আমার; একান্তই যেন রূপকথা!!! নদী ভাঙ্গনের গল্পটা নাই বললাম; হতাশার গল্প কার ভালো লাগে??? বরং জেগে ওঠা চরে নতুন ধানের শীষে ঢেউ খেলানো বাতাসে কান পাতি। একটা ছোট্ট কুঁড়ের ঘরে নতুন চর যেন প্রসব করে জন্ম-মৃত্তিকার মহামায়া। বৈসবী বাতাসে ভেঙ্গে গুড়িয়ে যায় নিঃসঙ্গতা; নতুন চরে পুরোটাই অদম্য জীবন; মজ্জা রসহীন বেত বন নয়;বাঁশবন তবুও ভালো। রোদের লুটোপুটি আর চরে জলের দাগ সবকিছুই আমার;কাঁদতে চাইলেই জ্যোৎস্না নামাই । উন্মুক্ত চরাচরে নরম ঘাসে শুয়ে ভাবি বৃষ্টি নামুক জল-জ্যোৎস্নায়; মানুষ কষ্টে ভিজে ; বিধ্বংসী ভালবাসাতে ও ভিজে। নদীর গর্জন নিশুতি রাতে অচীন সুরের রাগিনী তোলে; বুকের পাঁজর ও মাটির পাঁজর এক আঁজলা স্বপ্ন দেয়। মগ্ন চৈতন্যে নগ্ন বেদনায় নিজেকে হারিয়ে খুঁজি; আমি কি মরীচিকা !!!প্রস্তর যুগের পথ-হারা কিশোরী!! এই নির্জনতা একান্তই আমার। বেহুলার নৈবদ্যের বেদনা যেন আমার; এই পৃথিবী শুধু আমার ভেবে বেহুদা কষ্টের ভিড়ে সুতীব্র ভাললাগায় চোখে জল ---- ঘুম টা ভেঙ্গে যায় আচানক --দখিনের জানালার একফালি রোদ; পর্দাটা সযতনে টেনে পরম মমতায় প্রিয়তমের ঘুমন্ত মুখে ছায়া দেই।।


কবি: বাংলাদেশের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ সুপ্রীমকোর্ট।

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page