দেশের গান।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Sep 21, 2021
- 0 min read
আমার দেশের পথের ধূলি
স্বর্ণ রেণু আমার কাছে
তার মমতায় মাখা আমি
হৃদয় আমার সুখে নাচে।।
আমার মায়ের মুখের বুলি
অমিয় সুধা আমার কাছে
সেই বুলি মোর হৃদ মাজারে
সদাই আমার সাথে আছে।।
আমার দেশের মুটে মজুর
আমার দেশের চাষী রাখাল
কামার কুমার জেলে তাঁতি
গাঁয়ের পথের সেই গাড়িয়াল
তাঁরা আমার সোনার মানুষ
জীবন গড়া সোনার ধাঁচে।।
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২১, রাত ১২:৩৫





Comments