প্রেমের বাগান।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 30, 2022
- 1 min read
ভালোবাসা চাই আমি ভালোবাসা চাই ঘৃণা বিদ্বেষ যেন পালায় পালায়।। সুখ শান্তি সদা চাই আমি চাই ঈর্ষার দাবানল পুড়ে হোক ছায়। লোভ-লালসার চোখ চাই না আমি চাই ত্যাগের আনন্দ দিবসযামী। কল্যাণ চাই আমি সকল জীবের জীবন কাটুক ভেবে পরের হিতের। প্রেমের আনন্দে ভেসে যাক ধরা আমি বৃষ্টির জল চাই কাটুক খরা। হৃদয় আমার হোক এতটা উদার সবাইকে ভাবি যেন এক পরিবার। প্রেমের গোলাপজল ছিটাই যেন সৃষ্টির মাহফিলে আত্মীয় হেন। আমার প্রেমে হোক পূর্ণ এ ধরা প্রেমের বাগানে আমি হরকরা। (ঢাকা, ২৯ জুন ২০২২, রাতে, হাঁটার পথে)
Comments