প্রিয় সৈয়্যদ চাচা আর নেই
- বাঙলাকথা

- Aug 12, 2021
- 1 min read

সৈয়্যদ মোহাম্মদ জহীরুল হক। আজীবন পর্দার আড়ালে থাকা একজন ইসলামি স্কলার। বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু ও হিন্দি ভাষায় প্রায় সমান দক্ষ একজন আপাদমস্তক জ্ঞানী মানুষ। এক সময় রেডিও পাকিস্তানের উর্দু সংবাদ পাঠক, দৈনিক আজাদের স্টাফ, কুরআনুল কারিমের তাফসির-সহ অনেক মূল্যবান ইসলামি গ্রন্থের অনুবাদ করেছেন তিনি। প্রচারবিমুখ এই বিরল প্রতিভার সাথে মোস্তফা মঈনউদ্দীন খান (Moin Khan) সম্পাদিত সাপ্তাহিক মুসলিমজাহানে কাজ করার সুযোগ হয়েছিল। অত্যন্ত স্নেহ করতেন আমাকে। কাজের প্রয়োজনে বিচ্ছিন্ন হয়ে গেলেও প্রায়ই ফোন করে আমার ও পরিবারের খোঁজখবর নিতেন। পিতা-মাতার পর যাঁদের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা তাঁদের অন্যতম এই সৈয়্যদ চাচা। তাঁদের সান্নিধ্য আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। মঙ্গলবার (১১ আগস্ট ২০২১) দিবাগত রাত তিনটার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে সেখানেই দাফন করা হয় তাঁকে। তাঁর মৃত্যুর খবরে আমি অত্যন্ত মর্মাহত। কিছু লিখতে পারছি না আর। অনেক স্মৃতি তাঁকে ঘিরে। তাঁর থেকে জীবনে কত কি শিখেছি। মনটা ভালো হলে একদিন লিখবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তায়ালা জ্ঞানী ও গুণী এই মানুষটিকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আ মি ন।
সমর ইসলাম






Comments