প্রজাপতি।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Sep 11, 2021
- 1 min read

আকাশপানে কে উড়ালো এমন সুন্দর রঙিন ঘুড়ি
ডোরাকাটা দেহে তাহার রঙের কত বাহাদুরি।
একটু উড়ে একটু দূরে কখনো বা হাতের কাছে
কখনো বা বন-বাদাড়ে ফুরুৎ ফুরুৎ করে নাচে।
কখনো বা আলতো করে ফুলের উপর বসে পড়ে
ফুলের মধু জোগাড় করে যেমন করে মধুকরে।
আমি তারে ভালোবাসি সে যে আমার প্রিয় অতি
তুলতুলে গা রঙিন জামার সে যে প্রিয় প্রজাপতি।





Comments