পথ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Oct 13, 2021
- 1 min read
তুমি আমায় দেখাও প্রভু সদা সরল পথ সুপথ ধরে থাকতে আমায় দাও গো হিম্মত। তাদের পথে চালাও আমায় ওগো দয়াবান যারা তোমার হুকুম মানে শুদ্ধ মুসলমান। তাদের পথে নিও না গো যারা নাফরমান যারা আনে পৃথিবীতে ধ্বংস অকল্যাণ। তুমি অমায় দেখাও প্রভু সদা আলোর পথ আলোর পথে থাকতে আমায় দাও গো হিম্মত। তাদের পথে চালাও আমায় যারা আলোকধারী আমায় তুমি কর প্রভু তিমির বিদারী। অন্ধকারে থাকে যারা তাদের পথে হায়, শক্তি আমায় দিও যেন কভু নাহি যাই। ঢাকা, ১৩ অক্টোবর ২০২১





Comments