বাঁচাও।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Sep 18, 2021
- 0 min read
প্রভু তুমি বাঁচাও মোরে পাপের সায়র থেকে পথে পথে ফিরি আমি তোমায় ডেকে ডেকে। তুমি পুতঃ মহান অতি তুমি ওগো জগতপতি তুমি ছাড়া নাই যে গতি সবই যে হয় ফিকে।। তুমি আমার মালিক ওগো আমি তোমার গোলাম তুমি জান আমায় কেন পাঠিয়েছ কঠিন ধরাধাম। বিপদ যদি দিলে আমায় আমি তবে যাব কোথায় তুমি আমায় রক্ষা কর! বিপদ চারিদিকে।।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২১)





Comments