মানুষ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Nov 5, 2021
- 1 min read
মানুষে রে বাসি আমি সবার চেয়ে ভালো জগতজোড়া জ্ঞাতি আমার সে যে আমার আলো মানুষে রে বাসি আমি সবার চেয়ে ভালো…. এক সে আকাশ গ্রহ তারা সাথী মোদের ভাই আমি জানি এই আমাদের কোন বিভেদ নাই আমরা সবে বাসলে ভালো আসে ধরায় আলো মানুষে রে বাসি আমি সবার চেয়ে ভালো…… এক সে পিতা মাতা মোদের আদম হাওয়া জানি এক ই উপাদানে গড়া সবার দেহখানি। সবাই সমান ধরায় হেথায় হোক না সাদা কালো।। মানুষে রে বাসি আমি সবার চেয়ে ভালো…… (ঢাকা। ০৫ নভেম্বর ২০২১)





Comments