মানুষের গান।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Jan 12, 2022
- 1 min read
কেউ নয় ছোট বড় সকলে সমান
একসাথে গাই মোরা জীবনের গান।
একসাথে থাকি মোরা একসাথে খাই
আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই।
আমাদের আবরণ হোক কালো সাদা
আমাদের সকলের ই সম মর্যাদা।
ধর্মের বর্ণের সব ভেদাভেদ
আমরা করেছি সবকিছু ছেদ।
আমেরিকা আফ্রিকা এশিয়া ইউরোপ
দেখি সব দেশে মানুষের অবিনাশী রূপ
অস্ট্রেলিয়া এন্টার্কটিকা বা দূর দ্বীপ দেশ
মানি না কোথাও আমি মানুষের ক্লেশ।
মানুষেরে হানে যারা বিষাক্ত বাণ
মানুষের মর্যাদা যারা করে ম্লান
তাহাদের তরে আমি দিয়ে যাই ঘাত
অসুর বিনাশি' আমি আনি সুপ্রভাত।
(ঢাকা, ১২ জানুয়ারি, ২০২২)

ছবি: জাতিসংঘের আন্তর্জাতিক শরনার্থী বিষয়ক হাইকমিশনের সামনে কবি-পরিবার। জেনেভা, ২০১৬





Comments