শিশির ভেজা পথ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Nov 2, 2021
- 1 min read
হেমন্তের এই শিশির ভেজা পথের মাঝে আমি সেই যে কবে পা ধুইয়েছি জানি কি তা আমি।। উত্তরী বায় কবে যে বিদায় মাগিছে জীবন থেকে আসে না ফাগুন ডাকে না কোকিল আমার জীবন শাঁখে। কবে যে আমি হারিয়েছি হায় জীবনের বেলাভূমি। হেমন্তের এই শিশির ভেজা পথের মাঝে আমি সেই যে কবে পা ধুইয়েছি জানি কি তা আমি।। আমার জনম গেল পথের মাঝে পেলাম শুধু গ্লানি ও ভাই মাকে ছেড়ে আমার শুধু বাড়ল পেরেশানি। এখন আমি খুঁজে ফিরি আমার আপন ভূমি।। হেমন্তের এই শিশির ভেজা পথের মাঝে আমি সেই যে কবে পা ধুইয়েছি জানি কি তা আমি।। ঢাকা। ১৭ কার্তিক ১৪২৮। ২ নভেম্বর ২০২১





Comments