শহর ছেড়ে।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Oct 24, 2021
- 1 min read
ইট পাথরের শহর ছেড়ে
আমরা পানির বন্দরে
ঢেউয়ের তালে নৌকা চলে
সবাই কেমন সন্তরে!
ঐ ঝিরিঝিরি বায়ু বহে
পানির মাঝে ওঠে ঢেউ
রৌদ্র মেঘের খেলা দেখি
কলকাঠি কি নাড়ছে কেউ!
গাংচিলেরা দল বেঁধে ঐ
সারি সারি উড়ছে সব
তাদের সাথী হয়ে করি
তাদের সাথেই কলরব।
আমরা এখন পাহাড় দেখি
দেখি খোদার নীল আকাশ
পাহাড় নদী আকাশ ঘিরেই
চলুক সবার বসবাস।
শহর জীবন ঢের দেখেছি
খাঁটি জীবন খুঁজতে ভাই
গাঁয়ের পথে হাল ধরেছি
উজান গাঙে নৌকা বাই।
রাঙামাটি, ২২ অক্টোবর ২০২১
Comments