সেরা উপহার।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Oct 16, 2021
- 1 min read
সেরা উপহার দিলেন আল্লাহ মেহেরবান
বিশ্ব জাহানের প্রাণ এই পবিত্র কোরআন।
মহান প্রভুর পবিত্র বাণী প্রতি সৃষ্টিতে বাজে
সসম্মানে সুরক্ষিত আছে তা লওহে মাহফুজে।
যে কোরআন অবতীর্ণ হলে পাহাড়ের উপর
সে পাহাড় আল্লাহর ভয়ে কাঁপত ভয়ে থরথর।।
মানুষ পেল সে কোরআন সে কতই না ভাগ্যবান
মর্ত্যের দুনিয়ায় বসে পেল সে আল্লাহর ফরমান।
হে মানুষ! যদি ইচ্ছে করে আল্লাহর সাথে কইতে কথা
তবে তুমি কোরআন পড়, কারণ তা আল্লাহর বারতা।
ঢাকা-নারায়ণগঞ্জ, ১৬ অক্টোবর ২০২১।





Comments