আধা জাহানের খলিফা উমর (রাঃ) এর ঈদ || এনাম সিকদার
- বাঙলাকথা

- May 9, 2021
- 1 min read
শাওলের চাঁদ উঠেছে আকাশে ঈদের খুশি মদিনা জুড়ে,
এমন মধুর দিনে হায় কান্নার আওয়াজ খলিফা উমরের ঘরে!
পুত্র তাহার ধরেছে বায়না করবে খরিদ ঈদের জামা,
অর্ধ পৃথিবীর শাসকের হায়
ঘরে নেই সে অর্থ জমা!
উমর পত্নী তাই কহিল ডেকে ওগো আমিরুল মুমেনিন,
পুত্র মোদের চাহে নয়া জামা,চাইবেন কোথাও ঈষৎ ঋণ?
উমর কহিল,
নতুন জামা করিব খরিদ নেই তো এমন সাধ্য মোর,
দেখি-অর্থ মন্ত্রীর নিকট বলে অগ্রীম বেতন হয় কি মঞ্জুর।
তারপর, উমর চিঠি দিয়ে বার্তা বাহক করলেন প্রেরন,
লিখেছেন-সংসারের প্রয়োজনে চাহি আমি অগ্রীম এক মাসের বেতন।
বিবেচিত হলে করবেন কবুল, হে মাননীয় মন্ত্রী মোর,
'কসম'! মনে ব্যাথা পাবো না এই দরখাস্ত যদি না হয় মঞ্জুর।
সেদিন অর্থ মন্ত্রী আবু উবাইদা হাতে পেয়ে এমন চিঠি তাঁর
পড়ে আর কাঁদে ভাবিয়া ভাবিয়া পেরেশান কি করিবে এবার!
ইসলাম জাহানের খলিফা উমর যে অর্ধ পৃথিবী করে শাসন
তাঁর সন্তানের নেই ঈদের জামা! চেয়েছেন তাই অগ্রীম বেতন!
কিন্তু এ অর্থ নহে আমার, শুধু আমি এর জিম্মাদার
কি করে করি হায় দরখাস্ত মঞ্জুর! ভাবনা জাগিল মনে তাঁর।
(অতপর আবু উবাইদা চিঠি লিখে:-)
হে আমিরুল মুমেনিন,
অগ্রীম বেতন প্রদানে আমি দিতে পারি সম্মতি,
দুইটি বিষয়ে আপনি যদি দিতে পারেন প্রতিশ্রুতি -
আগামী একমাস পাবেন কি হায়াত শুধিতে আপনার এই ঋণ?
কিম্বা যদিও আপনি থাকেন বেঁচে রবেন স্বপদে বহাল তিরিশ দিন?
পড়িয়া চিঠি আবু উবাইদার, অর্ধ পৃথিবীর খলিফা উমর
খুশিতে কাঁদিয়া দু হাত তুলে মুনাজাতে বলে তারপর-
ওগো আল্লাহ রহিম রহমান শুকরিয়া জানাই অগনিত তোমার,
ইসলাম জাঁহানের তরে পেয়েছি
আবু উবাইদার মতো আমানতদার।
প্রার্থনা করি তোমার দরবারে এ জাতির যেনো হয় কল্যাণ-
আমার মন্ত্রী আবু উবাইদার নেক হায়াত তুমি করিও দান।।






Comments