একদিন কথা দিয়েছিলে! শেখ সিরাজুল ইসলাম
- বাঙলাকথা

- Apr 1, 2022
- 1 min read

কোন এক শ্রাবণের ভরা জোয়ারে ভাসাবে তরী শীতলক্ষ্যা থেকে তিতাস অভিমুখে দুটি হৃদয় উঠবে জেগে চিরতরে ভালোবাসার জলসাঘরে একদিন কথা দিয়েছিলে! কত শ্রাবণ গিয়েছে কেটে পথ পানে চেয়ে চেয়ে হয়তো কোন এক এলোমেলো ঝড়ে, অকূলে ভাসিয়েছো তরী অজানা দূরে তোমার তরী ভিড়লোনা তাই আমার তিতাস তীরে আজও অপেক্ষার প্রহর কাটে তিতাস পাড়ে শেষ বিকেলের রোদ্দুরে সব শ্রাবণের ভরা জোয়ারে একদিন কথা দিয়েছিলে!






Comments