top of page

কুতুব উদ্দীন বখতিয়ারের জানাযা।। মুহাম্মাদ এনাম সিকদার

Updated: Jan 8, 2022

মিনারে মিনারে এলহান হলো

মৃত্যুর পয়গাম

ইহলোক ছেড়ে চলে গেছেন

সাধক কুতুবউদ্দীন কাকী নাম।


সত্য রাহের দিশারী তিনি

আল্লার প্রিয় আবেদ,

তাঁর ওফাতের সংবাদ শুনে

মানুষ হবে-ই তো জমায়েত।


জানাযা তাহার পড়তে সেদিন

দলে দলে ব্যাথিত মনে

লাখো মুসলিম জমায়েত হলো

দিল্লীর ময়দানে।


এবার বখতিয়ার কাকীর শেষ ওছিয়ত নামা খলিফা করিল পেশ-

চার গুন যদি থাকে কারো তিনি ইমামতির করেছেন আদেশ:-

*যে জন নামাজ পড়েনি কখনো তাকবীরে উলা হীন

*যার জীবনে হয়নি কাযা আছরের সুন্নত কোনোদিন।

*তাহাজ্জুদ যে করে আদায় নিত্য গভীর নিশি কালে

*এবং দেখেনি যে জন পরনারী কখনো আপনার আঁখি মেলে।


এমন গুন যদি ময়দানে কারো না রই বিদ্যমান

বিনা জানাযায় দাফন করিতে তিনি বলেছেন গোরস্তান।


এমন অছিয়ত নামা শুনিয়া তখন হাজেরিন মুসল্লিগণে

নিশ্চুপ হয়ে রহিল দাড়িয়ে জানাযার ময়দানে।


তখন দীর্ঘ সময় ময়দানে না পেয়ে কারো সাড়া

জানাযাহীন তাঁরে সমাধিত করিবে কহিল স্বজন যারা।


পহেলা কাতারে দাড়ানো সামসুদ্দিন আলতামাশ- দিল্লীর সুলতান

এমন মূহুর্তে করিবে কি সে ভেবে ভেবে পেরেশান!

জানাযার ইমামতির যোগ্যতা তার মাঝে রয়েছে বিদ্যমান

কিন্তু গোপন আমল তাতে প্রকাশ হবে সে কথা ভেবে ভেবে পেরেশান।





এদিকে বখতিয়ার কাকী আল্লাহর অলি -মুজাদ্দেদ যামানার

কেমন করে হায় জানাযা ছাড়া দাফন করিবে তাঁর!


এমন ভাবনা মনে সুলতান শামসুদ্দীন খাটিয়ার পাশে দাড়িয়ে বলে -

ওগো আল্লার অলি, গোপনে গোপনে

আমল করিয়া গিয়েছেন আপনি চলে,

কেনো লক্ষ জনতার মাঝে আজ

মোর আমল প্রকাশিলে?



এ কথা শুনে বিস্মিত হয়ে কহিল হাজির মুসল্লীগণে

খোশ নসীব তাই এমন শাসক পেয়েছি মোরা দিল্লীর সিংহাসনে।


প্রার্থনা করি খালেছ অন্তরে ওগো

আল্লাহ রহীম-রহমান

মোদের সুলতান শামসুদ্দীনের

নেক হায়াত তুমি করিও দান।


 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page