top of page

চির উন্নত মম শির ! শাহ জালাল খান

Updated: Sep 1, 2021

সত্যনিষ্ঠ জাতিরা যখন , বার বার করে ভুল , ঠিক তখনই মনের গহীনে ঝাঁপটায় নজরুল । আমি তো ডেকেছি সে ডাক ছিল, গগন চূর্ণ নাদ , উল্লাসে মাতা শ্বেত শাসনের ,করে দিছি বরবাদ ।

দুই হাতে ঝরে কাব্য পুষ্প , সেতার সারদ বিণ , তার মায়াজালে মাথা নত আশী, বর্বর নাগিন ।

অমৃতে হোক গরলেতে হোক, পিয়ালায় মশগুল এক চোখে জ্বালি অগ্নিমশাল, আর চোখে বুলবুল। এক বুক ভরে নিয়েছি যে শ্বাস, ছুড়েছি উর্ধ্বদিকে কালো ঘূর্ণিতে নীল চক্ষুর, বর্ণ হয়েছে ফিকে ।

স্বরাজ- টরাজ ভ্রষ্ট নীতিতে, যত পুতুপুতু খেলা , দুই হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে , চিনেছি সাদার চ্যালা ।

ধর্মে ভক্তি কর্মে সবার , আমি যে মর্ম বীর , মরু কাফেলার ঝঞ্ঝার সম ‘উষ্ণ চির অধীর ’ ।

দাসত্বের রাজ প্রাসাদ চুরে ,করেছি ভস্ম নীড় , মুক্তস্বাধীন বসত গড়েছি , সাধন তপস্বীর । আমি তো বাঙালি , সেই সে বাঙালি , ছিড়েছে যে জিঞ্জির , একটি বাক্যে জাত চিনিয়েছি , ‘উন্নত মম শির ’। (২৭ আগস্ট , ২০২১ , ১২ ভাদ্র ১৪২৮ নজরুলের ৪৫ তম চিরপ্রস্থানের দিনে)

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page