জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত
- বাঙলাকথা

- Feb 5, 2022
- 2 min read
ব্রাহ্মণবাড়িয়া (৫ ফেব্রুয়ারি, ২০২২)
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২ উপলক্ষে মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্রের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন প্রাঙ্গণে সীমিত পরিসরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ জেহাদ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব ওসমান গণি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি রাবেয়া সুলতানা পারু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত লিয়াকত আলীর সহধর্মিণী রাবেয়া সুলতানা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্রের স্থায়ী ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন মোঃ জেহাদ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উসমান গণি বলেন, গ্রন্থাগার হলো পুস্তকের ঠিকানা। সকল শিক্ষার্থীকে তিনি গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বই হলো আমাদের প্রকৃত বন্ধু। মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্র এলাকার জনগণের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলছে উল্লেখ করে তিনি বলেন, যাঁর নামে এ পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে তিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। এলাকায় শিক্ষার বিস্তারে মরহুম মৌলভী আব্দুল করিম মাস্টারের বিশেষ ভূমিকার কথা প্রধান অতিথি শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শিক্ষক। সকল শিক্ষার্থীকে তিনি শিক্ষকের আদেশ-নিষেধ যথাযথভাবে অনুসরণ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রন্থাগার হলো জ্ঞান-বিজ্ঞানের আধার। একটি বই পড়ার অর্থ হলো বইটির লেখকের সাথে কথা বলা। তিনি উদাহরণ দিয়ে বলেন, আমরা যখন পবিত্র কোরআন পড়ি, তখন স্বয়ং আল্লাহ পাকের সাথেই যেন কথা বলি। আবার তেমনিভাবে আমরা যখন নজরুল, রবীন্দ্রনাথের বই পড়ি, তখন যেন আমরা তাঁদের সাথেই কথা বলি। এটি আমাদের জন্য এক অপার্থিব সুযোগ।
সভাপতি বলেন, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা লাইব্রেরি ক্লাস থাকা আবশ্যক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে বেশি করে বই পড়তে হবে। বই পড়ার সময় গুরুত্বপূর্ণ বাক্য পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখার জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন। তিনি বলেন, মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্র পাঠকদের পছন্দ অনুযায়ী বই সরবরাই করা হবে। সেরা পাঠকগণকে পুরস্কৃত করা হবে বলেও তিনি ঘোষণা প্রদান করেন।




















Comments