প্রমীলা নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।। খিলখিল কাজী
- খিলখিল কাজী
- Jun 30, 2022
- 1 min read
আজ ৩০শে জুন। আজকের দিনে আমাদের প্রিয় দাদী মৃত্যুবরণ করেছিলেন। অনেক বছর আগে প্রায় ৬১ বছর হলো। প্রমীলা নজরুল ইসলাম ছিলেন কাজী নজরুল ইসলামের জীবনে প্রেরণা এবং শক্তি। তাঁর অবদান কবির জীবনে অপরিসীম। দাদু ভীষণভাবে অসাম্প্রদায়িক ছিলেন গানে কবিতায় সাহিত্যে আমরা দেখতে পাই। নিজের জীবনেও তিনি তাই ছিলেন। দাদীর নাম ছিলো আশালতা সেনগুপ্ত। দাদু ভালোবেসে নাম দিলেন দুলু দোলনচাঁপা। দাদী খুব সুন্দর কবিতা লিখতে পারতেন। অসামান্য ধৈর্য্য ও যত্নে কবি দাদুর সেবা করেগেছেন। দাদু এবং দাদীর অতুলনীয় প্রেম সকল মানুষ কে অনুপ্রাণিত করে। দাদী নিম্নাঙ্গ অবশ হয়ে গিয়েছিল উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিলনা তাই শুয়ে শুয়ে সব কাজ করতেন। খুব সুন্দভাবে ভাবে সব্জি কাটতে পারতেন। দাদুর বন্ধুরা গেলে নিজে চা বানিয়ে খাওয়াতেন। এইগুলো যখন ভাবি তখন অবাক হয়ে যাই কি করে তিনি হাসি মুখে সব কাজ করতেন। সকল নারীকুলের তিনি আদর্শ হয়ে আছেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আমীন।
Comments