বৈশাখ।। আহমেদ ফরিদ
- বাঙলাকথা
- Apr 14, 2022
- 1 min read

ইচ্ছে ঘুড়ি
উড়া উড়ি
পরীর বাটের
আমের ছুরি,
হাতে উঠত
রাংতা ঘড়ি,
ঘটঘটিটি
চলত পিছে
ছেলে মেয়ে
দৌড়ত খিচে।
মায়ের ঝিয়ে
কুটত চিড়া
ঝুলত শিকায়
দৈ এর বিড়া,
খৈ এর সাথে
গুড় মাখিয়ে
ঘরে পাতা
দৈ টি দিয়ে
হাপুস হুপোস
চলত খানা,
তাধিন তাধিন
তা না না না।
মাঝে মাঝে
গরুর দৌড়ে
উড়ত ধূলো
আকাশ জুড়ে।
দিগন্ত তে
ঘুড়ির মেলা
সারা বিকেল
চলত খেলা।
হারিয়ে গেল
সোনালী দিন
কোথাও খুঁজে
পাইনা সে চিন।
কবি: অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়
Comments