top of page

মোহররম।। মোঃ জেহাদ উদ্দিন


আবার এল শোকের মোহররম বেদনার সাগর পাড়ি দিয়া নিখিল জগত কাঁদিছে শুনি ঐ শোন কাঁদে সকলের হিয়া।। আহা! সেই মোহররম সেই কারবালা শহীদের লোহু আজও কাঁদিছে নিরালা কে বুঝিবে তার অসীম ব্যথা কাতরতা জালিমের তখত-তাউস হেরি' জগত জুড়িয়া।। ওগো দয়াময়! তব কত দয়া কত রহম এ বিশ্বমাজারে আসে যায় কত মোহররম জালিমের শত রণ আমরা রোধিতে না পারি দিন কাটে তব শাহী দরজায় হাত পাতিয়া।। [০৩ মোহররম ১৪৪৪ হিজরি। ০২ আগস্ট ২০২২]

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page