হে নারী।। ড. প্রিয়াংকা গোপ
- বাঙলাকথা

- Mar 8, 2022
- 1 min read

হে নারী!
পুরুষের আগ্রাসন থেকে বেরিয়ে এসো সিরিয়ালের মতো কুটনামো ছেড়ে দাও সৌন্দর্যের পাশাপাশি মনের চর্চা করো সমাজের নিচু মানসিকতা গুড়িয়ে দাও মনের দূর্বলতাকে শক্তিতে পরিনত করো ঘরের কন্যা শিশুকে বেশি করে ভালোবাসো দীনতাও নয়, অহঙ্কারও নয়, সম্মান নিয়ে জীবন যাপন করো নিজের জন্য বাঁচো, সবাইকে নিয়ে বাঁচো ।।
সহকারী অধ্যাপক, সঙ্গীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়






Comments