হলুদিয়া পাখি.....
- মোহাম্মদ আশরাফুল ইসলাম

- Jul 8, 2021
- 1 min read

ছবি: সিরাজুল ইসলাম
ছবি দেখে হয়তো চিনবেন না। কিন্তু এক্ষুণি যদি তাঁর সৃষ্টিকর্ম বলি; একটি মাত্র গানের কলি বলি চিনে ফেলবেন। ‘হলুদিয়া পাখি সোনারই বরণ পাখিটি ছাড়িল কে?’ বা ‘আল্লাহ আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করাতো যায়না গেয়ে তোমার গুণগান’। হ্যাঁ, কালজয়ী এসব গানের গীতিকার কবি সিরাজুল ইসলাম। ১৪-১০-১৯৯৮ তারিখে বন্যার পানি ভেঙ্গে তাঁর সাথে দেখা করতে গিয়েছিলাম রসুলপুর, কেরাণীগঞ্জের বাসায়। দীর্ঘ আলাপ। ফিরে আসার পর ১৮-১০-১৯৯৮ রেজি: এ/ডি ডাকে বাসায় আসে একটি চিঠি, সাথে ছবিটি। তিনি এখন পরলোকগত। সেবারের সে পথযাত্রায় আমাকে নিয়ে গিয়েছিলো আমার ভাগ্নে কবি ও গীতিকার মোহাম্মদ নজরুল ইসলাম মিশা। আজ বাসায় আমার সহধর্মিণী অধ্যাপিকা রহিমা আক্তার বই গুছানোর এক পর্যায়ে পেয়ে যান সেই চিঠিটি। তাই তাঁর সে অমর স্মৃতি সবার সাথে শেয়ার করলাম। মানুষ তার সৃষ্টির মাঝে বেঁচে থাকে। সবার জন্য শুভ কামনা।






Comments